BA 1st semester Bengali Unit-1 Mark-2 Suggestion

 BA 1st semester Bengali Unit-1 Mark-2 Suggestion

মালাধর বসু, কৃত্তিবাস ওঝা, কাশী রাম দাস                                                                        Marks-2 

মালাধর বসু

1.মালাধর বসু কোন উপাধি পেয়েছিলেন এবং কেন এই উপাধি পেয়েছিলেন, কার কাছ থেকে?
= ‘শ্রীকৃষ্ণবিজয়' রচনা করে তিনি গৌড়ের সুলতান এর কাছ থেকে গুণরাজ খাঁ উপাধি পান।
2.‘শ্রীকৃষ্ণবিজয়' কার লেখা এবং তার রচনাকাল কি? এর অন্য নাম কি?
= শ্রীকৃষ্ণবিজয়' পঞ্চদশ শতাব্দীর মালাধর বসু রচিত একটি বাংলা কাব্য। যা বাংলা সাহিত্যে প্রথম সাল-তারিখ যুক্ত গ্রন্থ। হিন্দুদের অষ্টাদশ মহা পুরাণের অন্যতম ভাগবত পুরাণ অবলম্বনে রচিত। শ্রীকৃষ্ণবিজয় রচনার কাজ শুরু হয় ১৩৯৫ শকাব্দে (১৮৭৩ খ্রিস্টাব্দে) এবং শেষ হয় ১৪০২ শকাব্দে (১৪৮০ খ্রিস্টাব্দে)। ‘শ্রীকৃষ্ণবিজয়’ এর অন্য নাম হলো ‘গোবিন্দমঙ্গল'।
3. আদি-মধ্যযুগের বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ কোনটি?
= মালাধর বসুর লেখা ‘শ্রীকৃষ্ণবিজয়’।
4.মালাধর বসুর চৈতন্যের শ্রদ্ধাজ্ঞাপন উক্তিটি কি?
= “তোমার কা কথা তোমার গ্রামের কুকুর।সেও মোর প্রিয় অন্যজন বহুদূর।” (চৈতন্যচরিতামৃত)।
5. মালাধর বসুর বাবা-মার নাম কি ছিল? = বাবা-ভগীরথ বসু, মায়ের নাম ছিল ইন্দুমতী দেবী।

কৃত্তিবাস ওঝা

6.বাংলা ভাষায় প্রথম রামায়ণ কে অনুবাদ করেন? তাঁর রচিত গ্রন্থটির নাম কি? = কবি কৃত্তিবাস বাংলা ভাষায় প্রথম রামায়ণ অনুবাদ করেন। তাঁর রচিত গ্রন্থটির নাম ‘শ্রীরাম পাঁচালী'।
7.কৃত্তিবাস ওঝা কবে, কোথায় জন্মগ্রহণ করেন? 
= কৃত্তিবাস ওঝা আনুমানিক ১৩৮১ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত ফুলিয়া গ্রামে বাস করতেন।
৪. কৃত্তিবাসকে কোন কবি এই বঙ্গের অলংকার বলেছিলেন?
= মাইকেল মধুসূদন দত্ত তাঁর চতুর্দশপদী কবিতায় এই কথা বলেছেন।
9. কৃত্তিবাস ওঝা কোন শতাব্দীর কবি?
=
কৃত্তিবাস ওঝা পঞ্চদশ শতাব্দীর কবি।
10. কৃত্তিবাসী রামায়ণ কবে, কোথায় থেকে কার প্রচেষ্টায় প্রথম ছাপা হয়?
= 1802 সালে উইলিয়াম কেরির প্রচেষ্টায় শ্রীরামপুর মিশন প্রেস থেকে কৃত্তিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত হয়।
11. = “লোক বুঝাইতে কৈল কৃত্তিবাস পন্ডিত” কোন কাব্যের লাইন? কৃত্তিবাস রচিত শ্রীরাম পাঁচালী কাব্যের লাইন।

Bengali Syllabus

প্রথম একক:- বাংলা সাহিত্যের ইতিহাস (আদিযুগ ও মধ্যযুগ)
(ক) চর্যাপদ, শ্রীকৃষ্ণকীর্তন
(খ) মালাধর বসু, কৃত্তিবাস ওঝা, কাশীরাম দাস (গ) চৈতন্যজীবনী সাহিত্য
দ্বিতীয় একক:- বাংলা সাহিত্যের ইতিহাস (আধুনিক যুগ)
(ক) বাংলা গদ্যের উন্মেষপর্ব-ফোর্ট উইলিয়াম কলেজ, রামমোহন রায়,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) নাটক-মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, বিজন ভট্টাচার্য
(গ) উপন্যাস-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(ঘ) আখ্যান কাব্য/ মহাকাব্য-মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর (উন্মেষ পর্ব), কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ,

চৈতন্যজীবনী

12. শ্রীচৈতন্যদেব কবে কোথায় জন্মগ্রহণ করেন? =১৪০৭ শকাব্দের ২৩ শে ফাল্গুন দোল পূর্ণিমার দিন (১৪৮৬ খ্রীঃ ১৮ই ফেব্রুয়ারি) নদীয়ায় শ্রীচৈতন্যদেব জন্মগ্রহণ করেন।
13. শ্রীচৈতন্যদেবের পিতা ও মাতার নাম কী? =জগন্নাথ মিশ্র ও শচী দেবী।
14. বাল্যকালে শ্রীচৈতন্যদেব কি নামে পরিচিত ছিলেন?
=নিমাই।
15. শ্রীচৈতন্যদেবের কয়েকজন সহচরের নাম লেখো।
= রায় রামানন্দ, স্বরূপ দামোদর, নরহরি সরকার, গদাধর পণ্ডিত, বাসুদেব সার্বভৌম প্রমুখ।
16. শ্রীচৈতন্যদেব কার কাছ থেকে দীক্ষা নেন? = ঈশ্বরপুরীর কাছ থেকে
17. বৈষ্ণবদের মতে রস কয় প্রকার ও কী কী? = পাঁচ প্রকার। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর।
18. কার জীবন লীলাকে ভিত্তি করে মধ্যযুগের জীবনী সাহিত্য রচিত হয়? =চৈতন্যদেবের জীবন লীলাকে ভিত্তি করে মধ্যযুগের জীবনী সাহিত্য রচিত হয়।
19. চৈতন্যদেব কে নিয়ে লেখা দুটি জীবনী কাব্যের নাম লেখ। =চৈতন্যদেবের উল্লেখযোগ্য দুটি জীবনী গ্রন্থ হল চৈতন্য ভাগবত ও
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত ।
20. চৈতন্য জীবনী সাহিত্যের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? =কৃষ্ণদাস কবিরাজের লেখা 'চৈতন্যচরিতামৃত' গ্রন্থটি সর্বশ্রেষ্ঠ চৈতন্য-জীবনী সাহিত্য।
21. লোচন দাসের চৈতন্যমঙ্গল কয়টি খন্ডে বিভক্ত ও কি কি? এবং তার রচনাকাল কি?
= ৪টি খন্ডে। সুত্র খন্ড, আদি খন্ড, মধ্য খন্ড, অন্ত্য খন্ড। এবং গ্রন্থটি ১৫৫০-১৫৬৬ খ্রীষ্টাব্দের মধ্যে রচিত হয়।
22. চৈতন্যচরিতামৃত কয়টি খন্ডে বিভক্ত ও কি কি?
=চৈতন্যচরিতামৃত তিনটি খণ্ডে বিভক্ত; যথা আদি লীলা, মধ্য লীলা ও অন্ত্য লীলা।
23. নিমাই কোন পণ্ডিতের টোলে অধ্যায়ন করেছিলেন? =গঙ্গাধর পন্ডিতের টোলে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Cripps mission

Under "Earnsite Batches," Tripura University Syllabus

3rd Semester Foundation Syllabus