BA 1st Semester Bengali মেঘনাদবধ

Bengali Suggestion 2022,                                                                                                             Unit-4,

Mark-2 & 10

Mark-10

1."মেঘনাদবধ কাব্য”-চতুর্থ সর্গ অবলম্বনে সীতার চরিত্র আলোচনা করো।

2. "মেঘনাদবধ কাব্য'-এর চতুর্থ সর্গ অবলম্বনে সরমা চরিত্রটি আলোচনা কর।

3. মেঘনাদবধ কাব্য চতুর্থ সর্গের নামকরণের সার্থকতা আলোচনা করো।

Mark-2

1. মেঘনাদবধ কাব্যটি কবে প্রকাশিত হয়? এবং এর রচিয়তা কে? =মেঘনাদবধ কাব্য ১৯-শতকীয় বাঙালি কবি 'মাইকেল মধুসূদন দত্ত' কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি মহাকাব্য। কাব্যটি তার শ্রেষ্ঠ কর্ম হিসাবে বিবেচিত হয়। এটি ১৮৬১ সালে দুই খণ্ডে বই আকারে প্রকাশিত হয়।

 2. মেঘনাদবধ কাব্যে মোট কয়টি সর্গ আছে?

=৯ টি সর্গ আছে। সর্গগুলো হচ্ছে: অভিষেক।

অস্ত্রলাভ।

সমাগম ।

অশোকবন।

উদ্যোগ।

বধ।

শক্তিনির্ভেদ।

প্রেতপুরী।

সংস্ক্রিয়া।

3.মেঘনাদবধ কাব্যে সীতাকে কোন বনে বন্দী করে রাখা হয়েছিল?

= অশোকবনে।

4. কার সম্পাদনায় মেঘনাদবধ প্রকাশিত হয়েছিল? =হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদনায়।

5. মধুসূদন দত্ত কবে জন্মগ্রহণ করেন এবং কবে মৃত্যুবরণ করেন? =মাইকেল মধুসূদন দত্ত জন্ম ২৫ জানুয়ারি ১৮২৪, ও মৃত্যু ২৯ জুন ১৮৭৩ ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং

নাট্যকার ও প্রহসন রচয়িতা।

6. মেঘনাদবধ কাব্যে কোন ধরনের রস প্রাধান্য পেয়েছে? =করুণ রস ও বীররস।

7. মেঘনাদবধ কাব্যে মেঘনাদের মৃতদেহ সৎকারের জন্য কতদিন

যুদ্ধ বিরতি ছিল?

=৭ দিন।

৪.মেঘনাদবধ কাব্যের নায়ক কে?

=রাবণ।

9. মেঘনাদের মায়ের নাম কী?

=মন্দোদরী দেবী।

10. মেঘনাদকে লক্ষণ কী ভাবে বধ করেছিল?

= ছুরিকাঘাতে।

11. মেঘনাদবধ কাব্যে দস্যু রত্নাকর কে? =রামায়ণের রচিয়তা বাল্মীকি ও বরুণের পুত্র।

12. চতুর্থ সর্গের শিরোনামের নাম কি? =অশোকবন।

13. 'মেঘনাদবধ' কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছিল? এবং উৎসর্গ পত্রে যে কাব্যের শ্লোক আছে তার নাম কি ছিল? = দিগম্বর মিত্র কে উৎসর্গ করা হয়েছিল। রঘুবংশ।

14. মেঘনাদবধ কাব্য চতুর্থ সর্গের বর্ণিত কোন ঘটনা মেঘনাদবধের মূল ঘটনার অন্তর্ভুক্ত।

=সীতা সরমার সংবাদ।

15. মধুসূদন কোন আদি কবির আহ্বান করে চতুর্থ সর্গের সূচনা করেছিলেন?

=বাল্মীকির

16. "তোর হেতু সং সবংশে মুজিবে / অধম” এখানে অধম বলতে কাকে বোঝানো হয়েছে?

=রাবণকে

17. “এই তোর নিত্য কর্ম জানি” এখানে বক্তা কে? =জটায়ু রাবণকে

18. "জননীর জ্বালা দূর করিলি, মৈথিলি !”- এখানে বক্তা কে? =বসুন্ধরা

19. সীতা কার কাছে তার স্বপ্ন দর্শনের বর্ণনা দিচ্ছিলেন? =সরমা

20. কে? “কি কাজ, হে সুরবালা এ বেশ ভূষণে/দাসীরে” এখানে বক্তা

=সীতা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Cripps mission

Under "Earnsite Batches," Tripura University Syllabus

3rd Semester Foundation Syllabus