BA 1st Semester Bengali Mark-10 Question Suggestion

 BA 1st Semester Bengali Mark-10 Question Suggestion 

1st Semester                                         Bengali (General)                                                         Mark-10
1.চর্যাপদ'-এর পুঁথির আবিষ্কার, প্রকাশ ও পুঁথিপরিচয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসাবে চর্যাপদের সাহিত্যিক ও ঐতিহাসিকমূল্য সংক্ষিপ্ত আলোচনা কর|
2.চর্যাপদ'-এর দুজন পদকর্তার নাম লেখো। ‘চর্যাপদ’ সাহিত্যে প্রতিফলিত সমাজজীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী বাংলা কাব্যসাহিত্য চর্যাপদের দ্বারা কতটুকু প্রভাবিত হয়েছে, উদাহরণ সহ আলোচনা কর।
3. ‘চর্যাপদ” ও ‘শ্রীকৃষ্ণকীর্তন' এই দুখানি পুঁথির আবিষ্কার ও প্রকাশের সংক্ষিপ্ত ইতিহাস লেখ। এই পুঁথি দুখানির সংক্ষিপ্ত পরিচয় দাও।
4. ভাগবতের আদি অনুবাদক কে? তাঁর লেখা গ্রন্থটির নাম কী? তিনি ভাগবতের কোন অংশের অনুবাদ করেন? এই অনুবাদ কর্মে তাঁর কবিকৃতিত্ব আলোচনা করো ।
5.বাংলা গদ্যের উন্মেষ ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ও বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল তা সংক্ষিপ্তভাবে আলোচনা করে দেখাও।
6.বাংলা গদ্যের ক্রমবিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা কর। অথবা বিদ্যাসাগরকে ‘বাংলা গদ্যের জনক’ বলা হয় কেন, আলোচনা কর।
7. বাংলা নাট্যসাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৪. মধুসূদন দত্তের নাটক ও প্রহসনগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।
9. “সব গৌরচন্দ্রিকাই গৌরাঙ্গবিষয়ক পদ কিন্তু সব গৌরাঙ্গ বিষয়ক পদ গৌরচন্দ্রিকা নয়”- বিষয়টি ব্যাখ্যা কর। ‘নীরদ নয়নে নীর ঘন সিঞ্চনে' পদটির রসগ্রাহী ও ভাবসৌন্দর্য সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ কর।
10. “আজু হাম কি পেখলু নবদ্বীপচন্দ।” কোন পর্যায়ের পদ? পর্যায়টি বিশ্লেষণ কর। পদটি অবলম্বনে কবির কৃতিত্ব আলোচনা কর।
11. 'অভিসার' বলতে কী বোঝায়? বৈষ্ণব পদসাহিত্যে 'অভিসার'-এর তাৎপর্য লেখো। এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা কে? তোমার পঠিত 'অভিসার' পর্যায়ের একটি পদের পরিচয় দাও। প্রসঙ্গত পদকর্তার কৃতিত্ব বর্ণনা কর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Cripps mission

নীল দর্পণ- দীনবন্ধু মিত্র

BA 1st Semester̥ Political Science Syllabus and Previous Year Question Paper