মুঘল-আফগান দ্বন্দ্বের পরিচয় দাও। (1526-1556)

 মুঘল-আফগান দ্বন্দ্বের পরিচয় দাও। (1526-1556)

Narrate the Mughal-Afghan contest for establishing supremacy over India from 1526-1556. What were its consequences? (1526-1556 সাল পর্যন্ত ভারতের উপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য মুঘল-আফগান প্রতিযোগিতার বর্ণনা করুন। তার পরিণতি কি ছিল?)

সূচনা:- ভারতবর্ষের ইতিহাসে ১৫২৬-১৫৫৬ খ্রিস্টাব্দ সময়কাল মুঘল-আফগান প্রতিদ্বন্দ্বিতার যুগ হিসেবে চিহ্নিত হয়েছে। 
মুঘল-আফগান প্রতিদ্বন্দ্বিতার বিবরণ --

(I)প্রথমপর্ব (বাবর ও আফগান শক্তি)
1) পানিপথের প্রথমযুদ্ধ: (২১ এপ্রিল, ১৫২৬ খ্রি.) বাবর ও ইব্রাহিম লােদির মধ্যে সংঘটিত পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে মুঘল-আফগান প্রতিদ্বন্দ্বিতার সূচনা ঘটে। এই যুদ্ধে বাবর, ইব্রাহিম লােদিকে পরাজিত ও নিহত করেন। যুদ্ধে জিতে বাবর দিল্লির মসনদে অধিষ্ঠিত হন এবং মুঘল শাসনের সূচনা করেন৷ 


2) খানুয়ার যুদ্ধ: ইব্রাহিম লােদির ভ্রাতা মামুদ লােদি ও কয়েকজন রাজপুত রাজা মিলিত হয়ে বাবরের বিরুদ্ধে খানুয়ার যুদ্ধে লিপ্ত হন (১৫ মার্চ, ১৫২৭ খ্রি.)। এই যুদ্ধে বাবর আফগান ও রাজপুতদের মিলিত শক্তিজোটকে পরাজিত করে দিল্লির মুঘল শাসনকে আরও সুদৃঢ় করেন। 





3) গােগরা-র যুদ্ধ (ঘঘরার যুদ্ধ): বাংলা ও বিহারের আফগানরা ইব্রাহিম লােদির ভাই মামুদ লােদির নেতৃত্বে বিহারের শের খাঁ এবং বাংলার নসরৎ শাহের সঙ্গে মিলিত হয়ে এক শক্তিজোট গঠন করেন। এই শক্তিজোটকে বাবর গােগরার যুদ্ধে (৬ মে, ১৫২৯ খ্রি.) বিপর্যস্ত করেন।

(II) দ্বিতীয় পর্ব (হূমায়ুন ও আফগান শক্তি) : 
1) দৌরার যুদ্ধ: মৃত ইব্রাহিম লােদির ভ্রাতা মামুদ লােদি পুনরায় শের খাঁর নেতৃত্বাধীন আফগানদের নিয়ে একটি শক্তিজোট গঠন করেন। এই শক্তিজোট হূমায়ুনের সঙ্গে দৌরার যুদ্ধে লিপ্ত হয় (১৫৩২ খ্রিস্টাব্দ)। যুদ্ধে হুমায়ুন জয়লাভ করেন। 

2) চৌসার যুদ্ধ: চুনার দুর্গের আফগান অধিপতি শের খাঁ বিহারের সিংহাসন দখল করেন। বক্সারের কাছে চৌসা গ্রামে হূমায়ুন তাঁর সঙ্গে যুদ্ধে লিপ্ত হন (২৬ জুন, ১৫৩৯ খ্রিস্টাব্দ) । এই যুদ্ধে শের খাঁ জয়লাভ করার ফলে সমগ্র বাংলা, বিহার, জৌনপুর, কনৌজে আফগান আধিপত্য প্রতিষ্ঠিত হয়। 


3)  কনৌজ বা বিদ্বগ্রামের যুদ্ধঃ কনৌজের কাছে বিল্বগ্রাম নামক স্থানে হূমায়ুন ও শেরশাহের মধ্যে বিল্বগ্রামের যুদ্ধ (১৫৪০ খ্রিস্টাব্দ) সংঘটিত হয়। হূমায়ুন এই যুদ্ধে পরাজিত হয়ে পলায়ন করেন | শেরশাহ দিল্লির সিংহাসনে দ্বিতীয় আফগান শাসন (১৫৪০৪৫ খ্রিস্টাব্দ) প্রতিষ্ঠা করেন।
(III) তৃতীয় পর্ব (আকবর ও আফগান শক্তি) : পানিপথের দ্বিতীয় যুদ্ধ: 
শেরশাহের ভ্রাতুস্পুত্ৰ আদিল শাহের হিন্দু সেনাপতি হিমুর সঙ্গে নাবালক আকবর ও তার অভিভাবক বৈরাম খাঁর দ্বিতীয় পানিপথের (৫ নভেম্বর, ১৫৫৬ খ্রিস্টাব্দ) যুদ্ধ হয়। এই যুদ্ধে হিমুকে পরাজিত করে আকবর পুনরায় দিল্লিতে মুঘল আধিপত্য প্রতিষ্ঠা করেন| এই যুদ্ধের মধ্য দিয়ে তিন দশক জুড়ে চলা মুঘলআফগান দ্বন্দ্বের চিরতরে অবসান ঘটে।
**************************************

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Cripps mission

Under "Earnsite Batches," Tripura University Syllabus

3rd Semester Foundation Syllabus