পোস্টগুলি

আগস্ট, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Cripps mission

  ক্রিপস মিশন কি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতিতে 1941 সালে জাপান অতর্কিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ করে । ফলস্বরূপ মিত্রশক্তির অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলি প্রবল বিপর্যয়ের সম্মুখীন হয় । ইংল্যান্ডের উপনিবেশ হিসেবে ভারতেও জাপানি আক্রমণের সম্ভাবনা প্রবল হয়ে ওঠে । এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ভারতীয় নেতৃবৃন্দের কাছে আর্থিক ও সামরিক সাহায্য লাভের প্রত্যাশা করে এবং ভারতে এক দৌত্য প্রেরণ করে , যা ক্রিপস মিশন  ( Cripps Mission ) নামে পরিচিত। ক্রিপস মিশনের পটভূমি ভারতে ক্রিপস মিশন প্রেরণের পটভূমি ছিল নিম্নরূপ। (১) অক্ষশক্তির পক্ষে জাপানের যোগদান ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ই ডিসেম্বর জাপান অক্ষশক্তির পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধ -এ যুদ্ধে যোগদান করলে যুদ্ধের পরিস্থিতি জটিল আকার ধারণ করে। (২) জাপানি আক্রমণের মোকাবিলা ভারতের ওপর জাপানি আক্রমণের প্রবল সম্ভাবনা দেখা দেয়। শাসনতান্ত্রিক অচলাবস্থার জন্য ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা তখন অতি শোচনীয়। অথচ এশিয় রণাঙ্গনে জাপানি আক্রমণের ফলে উদ্ভূত সমস্যাবলী মোকাবিলা করতে গেলে ভারতের শক্তি ও সম্পদের সহযোগিতা একান্ত প্রয়োজন। (৩) কংগ্রেসের সমর্থন এত