তৃতীয় একক:-বর্ষামঙ্গল রবীন্দ্রনাথ ঠাকুর
Tripura University 3rd Semester Bengali বর্ষামঙ্গল রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ১৭ বৈশাখ , ১৩০৪ ঐ আসে ঐ অতি ভৈরব হরষে জলসিঞ্চিত ক্ষিতিসৌরভরভসে ঘনগৌরবে নবযৌবনা বরষা শ্যামগম্ভীর সরসা। গুরুগর্জনে নীল অরণ্য শিহরে , উতলা কলাপী কেকাকলরবে বিহরে। নিখিলচিত্তহরষা ঘনগৌরবে আসিছে মত্ত বরষা। কোথা তোরা অয়ি তরুণী পথিকললনা , জনপদবধূ তড়িৎচকিতনয়না , মালতীমালিনী কোথা প্রিয়পরিচারিকা , কোথা তোরা অভিসারিকা! ঘনবনতলে এসো ঘননীলবসনা , ললিত নৃত্যে বাজুক স্বর্ণরশনা , আনো বীণা মনোহারিকা। কোথা বিরহিণী , কোথা তোরা অভিসারিকা! আনো মৃদঙ্গ , মুরজ , মুরলী মধুরা , বাজাও শঙ্খ , হুলুরব করো বধূরা-- এসেছে বরষা , ওগো নব-অনুরাগিণী , ওগো প্রিয়সুখভাগিনী! কুঞ্জকুটিরে , অয়ি ভাবাকুললোচনা , ভূর্জপাতায় নব গীত করো রচনা মেঘমল্লার-রাগিণী। এসেছে বরষা , ওগ...